ভারতের প্রধানমন্ত্রী হতে চান শাহরুখ
বিনোদন ডেস্ক : ভারতে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস নাকি বিজেপি জিতবে বা প্রধানমন্ত্রী কে হবেন রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদি এ নিয়ে যখন তর্ক বিতর্ক চলছে। তখন তাদেরকে ছাপিয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
সম্প্রতি একটি ইভেন্টে এসে আগামী নির্বাচনে কে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে বাদশা খান নিজের দিকেই আঙ্গুল তাক করেন।
যদিও শাহরুখ নির্বাচনে কংগ্রেসকে সাহায্য করবেন বলে বাতাসে যে গুঞ্জন রয়েছে বারবার তা অস্বীকার করে আসছেন। সেইসঙ্গে খান সাহেব এও বলে রেখেছেন যে, রাজনীতিতে আসার তার কোনো ইচ্ছা নেই।
উল্লেখ্য, বর্তমানে শাহরুখ ব্যস্ত আছে তার নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ এর শ্যুটিং নিয়ে।