বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ 

image_82053_0

প্রধান প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ তিন শীর্ষ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার দুপুর ১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

রিজভী অভিযোগ করেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়েছে। এর প্রতিবাদে সোমবার ঢাকায় থানায় থানায় এবং সারা দেশে জেলা-উপজেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এ অবৈধ সরকার জনরোষ থেকে রেহাই পাওয়ার জন্য এবং তাদের মসনদ রক্ষা করার জন্য জাতীয় নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। দলের পক্ষে, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে কথা বলার অপরাধে প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিএনপি নেতাদের জেলে প্রেরণ করেছে।’

এটি সরকারের একটি ভ্রান্ত কৌশল বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ সরকার দেশকে এক অজানা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বিরোধী নেতাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার যেন এ সরকারের কাছে এক খেলায় পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এমন এক দেশে বাস করছি যেখানে সত্য কথা বলার কোনো অধিকার নেই। সত্যি আজব দেশের ধন্যি রাজার অধীনে বাস করছি আমরা।’

রিজভী বলেন, ‘এ সরকার আইয়ুব, ইয়াহিয়া খানের মতো বিরোধীদের দমন করতে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন করছে। কোনো স্বৈরাচারী সরকার কাঙ্খিত ফল অর্জন করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।’

তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, আবদুল লতিফ জনি, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে আত্মসমপর্ণ করে রমনা থানায় দায়েরকৃত তিনটি ও শাহবাগ থানার একটি মামলায় তারা জামিন আবেদন করলে শুনানি শেষে তাদের কারগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে গত ৯ মার্চ এসব মামলায় ফখরুল-আব্বাস-সালামসহ বিএনপির যুগ্ম-মহাসিচব আমানুল্লাহ আমান ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসিরের হাইকোর্টের দেয়া আগাম জামিন বাতিল করে দেন আপিল বিভাগ।

এরই পরিপ্রেক্ষিতে রোববার আদালতে আত্মসমর্পণ করেন- ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আবদুস সালাম।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone