ইন্টার মায়ামি খেলবে মেসির নেতৃত্বে
মার্কিন মুলুকে অভিষেকেই আলো ছড়িয়েছিলেন লিওনেল মেসি। এই মহাতারকার তারকার স্পর্শে তার নতুন ক্লাব ইন্টার মায়ামি বহু ম্যাচ পেয়েছে জয়ের দেখা। আজুলের বিপক্ষের জয় এনে দেওয়া ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সময় তার হাতে ছিল ক্যাপ্টেনের আর্মব্যান্ড। তবে অভিষেক ম্যাচ বলেই নয় ক্লাব কর্তৃপক্ষ জানালো আগামীতে মেসির নেতৃত্বেই খেলবে ইন্টার মায়ামি।
মেসিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্তিনো।ক্লাবটির সাবেক অধিনায়ক ব্রাজিলের মিডফিল্ডার গ্রেগর পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তিনি ফিরে না আসা পর্যন্ত আর্জেন্টাইন মাহাতারকাই থাকবেন ক্যাপ্টেনের দায়িত্বে।
মেসিকে পেয়ে নতুন শুরুর স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি। তার হাত ধরে ১১ ম্যাচ ও ২ মাসের খরা কাটিয়ে জয়ের পথেও ফিরেছে মেজর সকার লিগের দলটি। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা।
লিগস কাপের নকআউট পর্বে ওঠার লক্ষ্যে আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।