বিধ্বস্ত আফগানিস্তান : বাংলাদেশের টার্গেট ৭৩
স্পোর্টস ডেস্ক : সব উইকেট হারিয়ে আফগানদের ৭২ রান। ৭৩ রানের টার্গেট নিয়ে কিছুক্ষণের মধ্যেই মাছে নামবে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের ওভারের প্রথম বলেই উইকেট শিকার করেছেন মাশরাফি বিন মতুর্জা। মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরালেন মুহাম্মদ শেহজাদকে। পাঁচ উইকেট হারিয়ে ১৬ ওভার শেষ আফগানদের সংগহ ৭১/৯ রান।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে অতিথি আফগানিস্তান।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, সোহাগ গাজী ও আল-আমিন।
আফগানিস্তান ক্রিকেট দল : মহম্মদ নবী, মহম্মদ শেহজাদ, নওরোজ মঙ্গল, করিম সাদিক, গুলবাদিন নবী, শামিউল্লাহ শেনওয়ারি, দৌলত জাদরান, শাপুর জাদরান, নজিবুল্লাহ তারকি ও শফিউল্লাহ।