বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আওয়ামী লীগের সমাবেশে শামীম ওসমান, বৃষ্টিতে ভিজে স্লোগানও দিয়েছেন

আওয়ামী লীগের সমাবেশে শামীম ওসমান, বৃষ্টিতে ভিজে স্লোগানও দিয়েছেন 

500-321-inqilab-white-20230728153658

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশে এসে উপস্থিত হয়েছেন ।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামিম ওসমান। তিনি তার সঙ্গে এ সময় হাজারো নেতাকর্মী নিয়ে এসেছেন। বৃষ্টিতে ভিজেও তিনি দলীয় কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন। দিয়েছেন স্লোগানও।

শুক্রবার বিকাল পৌনে তিনটার দিকে নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন তিনি। এ সময় তার সঙ্গে যোগ দেন নারায়ণগঞ্জের কয়েক হাজার নেতাকর্মী।

দুপুর তিনটার দিকে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের উজ্জিবিত রাখতে বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে দেখা যায় শামীম ওসমানকে।
এর আগেও রাজধানীতে আওয়ামী লীগের বিভিন্ন শান্তি সমাবেশ হলেও তাতে সে সকল সমাবেশে যোগ দিতে দেখা যায়নি। তবে এদিনের আয়োজনটি ঢাকা বিভাগীয় সমাবেশ হওয়ায় ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলা হওয়ায় সমাবেশে যোগ দিয়েছেন শামিম ওসমান।
এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলা থেকেও বিভিন্ন নেতারা কর্মীদের সঙ্গে নিয়ে যোগ দিয়েছেন এই সমাবেশে।

দুপুর দুইটায় অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন- যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের যৌথ ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সঞ্চালনা করছেলন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সমাবেশের বিশেষ অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বৃষ্টিতে ভিজে একাকার আওয়ামী লীগের তিন সংগঠনের নেতাকর্মীরা।বৃষ্টিতে আগেভাগে আসা অনেক নেতাকর্মী ভিজে একাকার হয়ে যায়। অনেকে আশপাশে আশ্রয় নিলেও কেউ কেউ ভিজে একাকার হয়েছেন। তারপরেও অনেকে বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন মাইকে এসে বলেন, “জড়বৃষ্টি উপেক্ষা করে আমাদের লাখো ছাত্রজনতা এই সমাবেশে থাকবে, যতই বৃষ্টি আসুক যতই ঝড় আসুক না কেন আমরা সমাবেশের বাইরা যাবো না।”

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “ঝড় আসবে, যতই বাধা আসুক ঝড় বৃষ্টি উপেক্ষা করে যে কোন পপনিস্থিতি মোকাবেলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকবে।”
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, “আপনানা বঙ্গবন্ধুর সাচ্চা সৈনিক, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছাও অভিনন্দন।”

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone