শান্তি সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তির সমাবেশ শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ চলছে।
সরেজমিন দেখা যায়, শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ শুরু হয়। শুরুতেই ‘জয় বাংলা, বাংলার জয়’ গান পরিবেশন করা হয়। এরপর সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আশরাফ উদাস, তিনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি জাতির পিতা’ সংগীত পরিবেশ করেন। এরপর কবিতা আবৃত্তি করেন মাইদুল ইসলাম মাহি। সংগীত পরিবেশন করেন দেলোয়ার হোসেন বয়াতি।
এদিকে দুপুর ১টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হলেও ক্ষমতাসীন দলের শান্তি সমাবেশে বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। নগরীর বিভিন্ন স্থান থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দিয়েছেন।