বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আমরণ অনশনে শিক্ষকরা

আমরণ অনশনে শিক্ষকরা 

s-2-20230801124430

 

কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন  বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে  এমপিওভুক্ত শিক্ষকরা।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টায় তাদের অনশন শুরু হয়।

রাজধানীর পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়কের কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার একপাশ বন্ধ করে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

শিক্ষক নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের জন্য হলেও তাদের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে।  এমন পরিস্থিতিতে শিক্ষকরা শূন্য হাতে ফিরতে চান না। তারা প্রায় একমাস ধরে রাজপথে আন্দোলন করছেন। তারা সুনির্দিষ্ট আশ্বাস চান।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. কাওছার আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণ এবং সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে।

এর আগে, গত ১১ জুলাই বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এমন পরিস্থিতিতে শিক্ষকরা শূন্য হাতে ফিরতে চান না।  তারা প্রায় একমাস রাজপথে। এতদিন আন্দোলনের পর শূন্য হাতে ফেরাটাও হবে লজ্জাজনক। তাই তারা সুনির্দিষ্ট আশ্বাস চান। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন তারা।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone