বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ডেঙ্গুপ্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ডেঙ্গুপ্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা 

1111

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,  সব পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের বলবো এখন ডেঙ্গুর প্রভাব বেশি। এডিস মশা দমনে কাজ করতে হবে। জমে থাকা পানি অপসারণ,এডিস মশার প্রজনন স্পট ধ্বংস করা এবং বাড়িঘর ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করতে হবে সবাইকে।

 

  •  বাসাবাড়ি, ফ্ল্যাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসা কেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  •  সবাইকে মশারি ব্যবহার করতে হবে। 
  • চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে হবে। 
  • সব এলাকায় ডেঙ্গুরোধে অভিযান চালাতে হবে।
  • নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাতে হবে।

 

এসময়  আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিমসহ শীর্ষ নেতারা।শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কৃষকলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone