ডেঙ্গুপ্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সব পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের বলবো এখন ডেঙ্গুর প্রভাব বেশি। এডিস মশা দমনে কাজ করতে হবে। জমে থাকা পানি অপসারণ,এডিস মশার প্রজনন স্পট ধ্বংস করা এবং বাড়িঘর ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করতে হবে সবাইকে।
- বাসাবাড়ি, ফ্ল্যাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসা কেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- সবাইকে মশারি ব্যবহার করতে হবে।
- চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে হবে।
- সব এলাকায় ডেঙ্গুরোধে অভিযান চালাতে হবে।
- নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাতে হবে।
Posted in: জাতীয়