বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » শীঘ্রই বৈঠকে বসবেন পুতিন ও এরদোগান

শীঘ্রই বৈঠকে বসবেন পুতিন ও এরদোগান 

wp1baxjcud6h0qkov6d4otq3xaftpbw2-20230803143209

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেপ এরদোগান নিকট ভবিষ্যতে তাদের পরবর্তী বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করতে সম্মত হয়েছেন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান যুব ফোরামে বলেছেন।

‘তারা (পুতিন এবং এরদোগান) বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন এবং শীঘ্রই বিস্তারিত নির্ধারণ করতে সম্মত হয়েছেন, প্রথমত, কোথায় এটি অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয়ত, তারিখ। এই সব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হবে,’ পেসকভ বলেছেন।

পুতিনের প্রেস সেক্রেটারি যোগ করেছেন যে, ‘এরদোগান পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে পুতিন নিজেই সেন্ট পিটার্সবার্গে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, এখন তার দেশে থাকার সময় তাই তার জন্য তুরস্ক সফর করা কঠিন।’

আসন্ন আলোচনার বিষয়ে কথা বলতে গিয়ে, পেসকভ বলেছেন যে, দুই নেতা ইউক্রেন এবং শস্য চুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। ‘এজেন্ডা হল, সর্বপ্রথম, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যা অত্যন্ত বহুমুখী। এটি অবশ্যই, ইউক্রেন, শস্য চুক্তির ইস্যু যার উপর পুতিন তার তুর্কি সহকর্মীকে সম্পূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন এবং এর অবশ্যই, সমস্ত বৈশ্বিক বিষয়ে মতামত বিনিময়,’ পেসকভ উপসংহারে বলেছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone