বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন প্রিয়া প্রকাশ

ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন প্রিয়া প্রকাশ 

Priya-Parkash-Varrier-781x441

চোখ মেরেও যে রাতারাতি তারকা হওয়া যায় তা প্রিয়া প্রকাশকে না দেখলে জানা সম্ভব নয়। একটা সময় শুধু চোখ মেরেই পেজ থ্রি-র পাতা গরম করেছিলেন দক্ষিনের এই অভিনেত্রী।বছর চারেক আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে এ তরুণীকে ভ্রু নাচাতে দেখা যায়। কেউ কেউ বলে থাকেন চোখ মারা।  মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন  অভিনেত্রী প্রিয়া প্রকাশ ।দক্ষিণী একটি সিনেমার গানের দৃশ্যের একটি ‘ক্লিপ’ ছিল ভিডিওটি। গানের দৃশ্যে ভ্রু নাচাতে দেখা যায়। এরপর নায়কের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন চুমু। এরপর সোশ্যালে ‘Wink Girl’  হিসেবে পরিচিত পেতে থাকেন প্রিয়া।এ তরুণী অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার থেকে সোশ্যালেই বেশি পরিচিতি লাভ করেন। মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নেহায়েত কম নয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার অনুসারীর সংখ্যা ৭৬ লাখেরও বেশি।এ তারকাকে নিয়ে নেটিজেনদের মাতামাতি কমে গেলেও সম্প্রতি যেন তা ফের জাগিয়ে তুললেন প্রিয়া। এর পেছনে বিকিনি পরা ছবি পোস্ট করাই দায়ী অভিনেত্রীর। নীল সমুদ্রের মাঝে হলুদ রঙের স্বল্প পোশাকে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তারপর থেকে ঝড় উঠেছে সব মাধ্যমে।এ অভিনেত্রী যেখানে ছবিটি তুলেছেন সেই জায়গাও বেশ পরিচিত। থাইল্যান্ডের ফুকেতের একটি দ্রষ্টব্য এলাকা। তার স্বল্প পোশাকের ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই অনেকে প্রশ্ন তুলেছেন ‘উইঙ্ক গার্ল’ কী কোনো সিনেমার শুটিংয়ে গেছেন? আর এই ছবি কি তারই কোনো ঝলক? জানা যায়, প্রিয়া কোনো সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাননি। বান্ধবীদের সঙ্গে ছুটি কাটানোর জন্য গেছেন। আর ভ্রমণের কিছু ছবি ও ভিডিও সোশ্যালে পোস্টের মাধ্যমে ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। ২০১৮ সালে ‘থানাহা’ নামের একটি মালয়ালম সিনেমা গানের দৃশ্যে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এর এক বছর পর ২০১৯ সালে ‘ওরু আদার লাভ’ নামে একটি মালয়ালম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। আর সেই সিনেমার গানের দৃশ্যেই ছিল চোখ মারা।অভিনয়ের পাশাপাশি গান করেও থাকেন প্রিয়া। ‘ফাইনালস’ নামের একটি মালয়ালম সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। ‘চেক’, ‘ইশক: নট অ্যা লভ স্টোরি’র মতো তেলুগু সিনেমায় এবং ‘৪ ইয়ার্স’, ‘লাইভ’ এবং ‘কোল্লা’র মতো মালয়ালম সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া ‘লাভ হ্যাকার্স’ নামে একটি হিন্দি সিনেমাতেও দেখা যাবে প্রিয়াকে। খবর : আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone