ব্যাঙ্গালোরের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার
জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রধান কোচের দায়িত্ব দিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। সামাজিক মাধ্যমে শুক্রবার ফ্লাওয়ারকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় বেঙ্গালোর। চুক্তির মেয়াদ অবশ্য সুনির্দিষ্ট করে জানানো হয়নি। সম্প্রতি মাইক হেসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আরসিবি। তিনি অবশ্য ব্যাঙ্গালোরের প্রধান কোচ ছিলেন না। তিনি ছিলেন দলটির ক্রিকেট অপারেশন্সের পরিচালক। আর প্রধান কোচ ছিলেন সাবেক ভারতীয় ব্যাটার সঞ্জয় বাঙ্গার। তাঁর চুক্তির মেয়াদও বাড়ায়নি আরসিবি। সেই সঙ্গে বাকি সাপর্ট স্টাফদেরও বিদায় জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।দল গঠন ও পরিচালনার ব্যয়, তারকার ভার, জনপ্রিয়তা, সব দিক থেকে বরাবরই আইপিএলের শীর্ষ ফ্রাঞ্চাইজির একটি বেঙ্গালোর। কিন্তু একবারও তারা শিরোপা জিততে পারেনি। ১৬ আসরে তাদের সেরা সাফল্য তিন বার রানার্স আপ হওয়া। সেটিও তারা সবশেষ পেরেছে সেই ২০১৬ সালে।খরা ঘোচানোর আশায় এবার পরীক্ষিত একজনকে কোচের দায়িত্বে আনল দলটি। জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত ফ্লাওয়ার কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা জায়গা করে নেন । ২০০৭ সালে ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে শুরুর পর ২০০৯ সালে প্রধান কোচের দায়িত্ব নেন । ওই বছরই অ্যাশেজ জিতে নেয় ইংল্যান্ড। পরে তারা ২৫ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজ জিতে ফিরতে পারে। ২০১৩ সালেও ইংলিশরা ধরে রাখে অ্যাশেজ।তার কোচিংয়েই প্রথম আইসিসি শিরোপার স্বাদ পায় ইংল্যান্ড ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয় তারা রানার্স আপ। তার সময়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও পা রাখে ইংল্যান্ড। অ্যান্ডি ফ্লাওয়ারকে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পেতে চেয়েছিল। এর মধ্যে এগিয়ে ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করল আরিসিবি। শোনা যাচ্ছে, দলটির মেন্টর হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।