আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যালেক্স হেলস
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের ডান-হাতি ওপেনার অ্যালেক্স হেলস। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই ওপেনার। জাতীয় দলকে বিদায় দিলেও, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলবেন হেলস। হেলস বলেন, নিজ দেশকে প্রতিনিধিত্ব করা ছিল অনেক সম্মানের। আমি কিছু স্মৃতি ও কিছু বন্ধু বানিয়েছি যা আজীবন টিকে থাকবে এবং আমি মনে করি এটাই সরে যাওয়ার সঠিক সময়। খুব তৃপ্তি বোধ করছি যে, বিশ্বকাপ ফাইনালজয়ী ম্যাচটিই ইংল্যান্ডের হয়ে খেলা শেষ ম্যাচ ছিল আমার। ’ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে করেন ৫ হাজার ৬৬ রান ।২০১১ সালে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় হেলসের। তিন বছর পর ওয়ানডে ও ২০১৫ সালে টেস্টেও নাম লেখান তিনি। যদিও টেস্ট খেলেন কেবল ১১ টি। তবে রঙিন পোশাকে ছিলেন নিয়মিত মুখ। ওয়ানডেতে ইংল্যান্ডের দুইবার দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড ভাঙার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ৩ উইকেটে ৪৪৪ রানের রেকর্ড সংগ্রহের পথে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন হেলস। দুই বছর পর সেই ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের নতুন রেকর্ড গড়ে ইংল্যান্ড। যেখানে ১৪৭ রানে অপরাজিত ছিলেন হেলস। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে জনি বেয়ারস্টোর ইনজুরি জাতীয় দলের দরজা খুলে দেয় তার জন্য। বিশ্বকাপে শেষ দুই ম্যাচে দারুণ খেলার পর সেমিফাইনালে স্রেফ কচুকাটা করেন ভারতীয় বোলারদের। ৪৭ বলে ৪ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৮৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ওপেনার। জস বাটলারের সঙ্গে তার অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটিতেই ১০ উইকেটের জয় পেয়েছিল ইংল্যান্ড।