মেসির অ্যাওয়ে ম্যাচের টিকিট ১০ মিনিটেই শেষ
ইউরোপ দাপিয়ে বেড়ানো আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাঠের পারফরম্যান্স একনজর দেখার জন্য সে কি তুমুল আকাঙ্ক্ষা! টিকিটের চাহিদা সেই প্রমাণ দিচ্ছে। আগামী রবিবার ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবার প্রতিপক্ষের মাঠে খেলবেন মেসি। সেই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ১০ মিনিটেই। আগামী রোববার নিজের প্রথম অ্যাওয়ে ম্যাচে লিগস কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে মেসিভক্তদের উন্মাদনা বেড়েই চলছে। প্রথমে ম্যাচটির টিকিট ছাড়া হয়েছিল ২৯৯ ডলারে। পরে সেটি গিয়ে ঠেকেছে ৬০০ ডলারে! মেসির পায়ের জাদু দেখার জন্য এই মূল্যও কম মনে হচ্ছে ফুটবলপ্রেমীদের। কেউ কেউ এক টিকিটের জন্য ৯ হাজার ডলারের বেশিও খরচ করতে রাজি আছেন। মেসিকে ঘিরে এই উন্মাদনা অবশ্য নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের সকার ক্লাবটিতে তিনি যোগ দেওয়ার পর থেকেই এটি চলছে। এরই ধারাবাহিকতায় মেসির প্রথম ম্যাচের টিকিটি বিক্রি হয়েছিল এক লাখ ১০ হাজার ডলারে। মেজর লিগ সকারের কোনো দলের ম্যাচের টিকিটে যা রেকর্ড।