নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন-জাপান
নারী বিশ্বকাপ ফুটবলের শেষ আট নিশ্চিত করেছে জাপান ও স্পেন। শেষ ষোলোর ম্যাচে জাপান ৩-১ গোলে হারায় নরওয়েকে। অপর ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে স্পেন।ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের অবস্থান পাশাপাশি ১১ আর ১২। তবে অতীত সাফল্য আর বর্তমান শক্তিমত্তা মিলিয়ে কাছাকাছি থাকলেও ফিফা নারী বিশ্বকাপ শেষ ষোলোর মুখোমুখি লড়াইয়ের ফলটা হয়েছে একপেশেই। ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল জাপান। ১৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় জাপান। ৫ মিনিট পর নরওয়ের জন্য গোল নিয়ে আসেন গুরো রেইটেন। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল ১-১-ই।দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপানকে এগিয়ে নেন রিসা শিমিজু। গোল শোধে বারবারই নরওয়ের বেশির ভাগ খেলোয়াড় আক্রমণে উঠতে শুরু করেন। আর আক্রমণের পাল্টায় ৮১ মিনিটে নরওয়ে রক্ষণে ঢুকে দারুণ ফিনিশিংয়ে জাপানকে তৃতীয় গোল এনে দেন হিনাটা মিওয়াজা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানের মেয়েরা।দিনের অপর খেলায় সুইজারল্যান্ডকে ৫-১ গোলে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় তারা। দলটির হয়ে জোড়া গোল করেন আইতানা বোনমাতি। এছাড়া গোল আসে আলবা রেদোন্দো, লাইয়া কোদিনা ও হেনিফার হার্মোসোর কাছ থেকেও।