২ প্রতিষ্ঠান ও ১০ ব্যক্তি পেলেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার
বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দেশের ক্রীড়াঙ্গনে খ্যাতনামা ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ’ পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।এই নিয়ে তৃতীয়বারের মতো প্রদান করা হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার সম্মাননা। বেশ কয়েক বছর বন্ধ থাকলেও গত দুই বছর আগে শেখ কামালের নামে পুনরায় চালু করা হয়।পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।
এক নজরে যারা পেলে শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩:
আজীবন সম্মাননা: আবদুস সাদেক
ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার, ফজলুল ইসলাম
খেলোয়াড়/ক্রীড়াবিদ: সাবিনা খাতুন , তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
ক্রীড়া ধারাভাষ্যকার : আতাহার আলী খান
উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম
ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)
ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ
ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন