গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার টেকবাজার এলাকায় মাক্রবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পারভিন আক্তার, ছেনোয়ারা ও সেলিনা। নিহত পুরুষের নাম পাওয়া যায়নি। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ প্রত্যক্ষদর্শী মনসুর জানান, দুবাই ফেরত একযাত্রীকে নিয়ে চট্টগ্রাম বিমান বন্দর থেকে মাইক্রোবাসটি আমিনবাজারে যাচ্ছিল। মাইক্রোবাসে ওই যাত্রীর আত্মীয়স্বজনও ছিল। মাইক্রোবাসটি যখন টেকবাজার এলাকায় আসে তখন বিকট বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসে ১৪জন যাত্রী ছিলেন বলে জানান তিনি।