ভারতীয় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের ঘোষণা ফ্রান্সের
ভারতীয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। একাডেমিক উৎকর্ষতা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে জোরদারে নতুন এই উদ্যোগের ঘোষণা দেয় ফ্রান্স।
সাম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তিল দিবসে প্রধান অতিথি হিসেবে ফ্রান্স সফর করেন। এই সফরে ভারত এবং ফ্রান্স উভয়ই কৌশলগত অংশীদারিত্বের তিনটি স্তম্ভের একটি হিসেবে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসে। এরপরই ফ্রান্সের পক্ষ থেকে নতুন এই উদ্যোগের ঘোষণা আসে। ফরাসি দূতাবাস আনুষ্ঠানিক এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। খবর এনআই’র।
উদ্যোগের অংশ হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ২০৩০ সালের মধ্যে ভারত থেকে ৩০ হাজার শিক্ষার্থীকে দেশটিতে স্বাগত জানানোর লক্ষ্য ঘোষণা করেন৷ ফ্রান্সের এই ঘোষণা ভারতীয় শিক্ষার্থীদের ব্যাপারে দেশটির এ মনোভাব ফুটে উঠে যে, দেশটিতে ভারতীয় শিক্ষার্থী বৃদ্ধি করে দুই দেশের মধ্যে একাডেমিক অর্জন, আন্ত-সাংস্কৃতিক বোঝাপড়া এবং স্থায়ী বন্ধুত্বকে উন্নীত করা৷
এই উদ্যোগের ফলে ফ্রান্সের ‘আন্তর্জাতিক মানের’ প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার উন্নতি করতে পারবে এবং সহজেই ফরাসি শিক্ষা ব্যবস্থায় মিশে যেতে সক্ষম করে তুলবে। এই বিশেষ প্রোগ্রামগুলি ফরাসি ভাষা এবং অন্যান্য একাডেমিক ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হবে। আর ফ্রান্সের এই উদ্যোগ ভারতীয় শিক্ষার্থীদের জীবনকে যতটা সম্ভব সহজতর করার ক্ষেত্রে দেশটির সদিচ্ছার বিষয়টিও ফুটে উঠে।
বর্তমান শিক্ষার্থীদের শিক্ষার সুযোগের পাশাপাশি মোদির সফরের সময় প্রাক্তন শিক্ষার্থীদের জন্যও নতুন ঘোষণা দেওয়া হয় ফ্রান্সের পক্ষ থেকে। সেটি হলো—
ভারতীয় প্রাক্তন শিক্ষার্থীদের জন্য পাঁচ বছরের শেনজেন সার্কুলেশন ভিসা দেবে ফ্রান্স।