‘দেবারার’ নতুন রূপে এনটিআর
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর।পরিচালক কোরাতলা শিবা এ নায়ককে নিয়ে নির্মাণ করছেন ‘দেবারা’ শিরোনামে একটি সিনেমা। পুরোদমে চলছে দৃশ্যধারণের কাজ।‘দেবারা’ সিনেমায় হাঙ্গরের সঙ্গে লড়াই করবেন জুনিয়র এনটিআর। পরিচালক হাঙ্গরের সঙ্গে জুনিয়র এনটিআরের অ্যাকশন দৃশ্যটির শুটিং সমুদ্রে করার পরিকল্পনা করেছেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্য এটি।জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা।