চুলের যত্নে মেহেদী পাতা
চুলের যত্নে মেহেদি পাতার ব্যবহার দীর্ঘদিনের পুরনো। প্রাকৃতিকভাবে সাদা চুল রং করার ক্ষেত্রে মেহেদি পাতার তুলনা নেই। চুলের গোড়া শক্ত করার পাশাপাশি ঝলমলে ও সুন্দর চুল চাইলেও মেহেদি আপনাকে সাহায্য করতে পারে। চুলের গোড়া শক্ত করে, রুক্ষতা দূর করে, চুল রেশমি ও ঝরঝরে করে, মাথা ঠান্ডা রাখে, চুলের আগা ফাটা রোধ করে, খুশকি দূর করে, চুলের স্বাস্থ্য ঠিক রাখে।
চুলের যত্নে মেহেদি পাতার উপকারিতা ও ব্যবহার
- প্রাকৃতিকভাবে চুলে উজ্জ্বলতা আনতে চাইলেও মেহেদি ব্যবহার করতে পারেন চুলের যত্নে।
- চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে মেহেদি। চুল স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখায় নিয়মিত মেহেদি ব্যবহার করলে।
- রাসায়নিকহীন চুলের রঙ হিসেবে মেহেদির জুড়ি মেলা ভার। চুল গাঢ় লাল, কমলা কিংবা কালো রঙ করতে পারে মেহেদি ব্যবহার করে।
- প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে মেহেদির রয়েছে কার্যকারিতা। এটি চুল করে নরম ও সিল্কি।
- খুশকির সমস্যা দূর করতে সহায়তা করে মেহেদি।
- মেহেদির কুলিং ইফেক্ট মাথার ত্বক ঠান্ডা রাখে। মাথার ত্বকে চুলকানি থাকলে সেটাও কমাতে সাহায্য করে।
- চুল ঘন দেখায় নিয়মিত মেহেদি ব্যবহার করলে।
- চুলের আগা ফাটার সমস্যা রোধ করে।
- মাথার ত্বকের পিএইচ (Ph) ব্যালেন্স বজায় রাখে।
- অকালপক্বতা রোধ করে।
Posted in: জানা-অজানা