বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » লাইফ স্টাইল » সুখের চাবিকাঠি: i love u

সুখের চাবিকাঠি: i love u 

1394433070.

 লাইফস্টাইল ডেস্ক : দিনে কতবার নিজের স্ত্রীকে আই লাভ ইউ বলেন? ভাবছেন, ১০ বছর সংসার করে প্রেমের আর বাকি কী আছে যে কাব্য করব৷ তাই তো? আরে মশাই আপনাদের এমন ব্যবহারেই সংসার জীবন লাটে উঠতে বসেছে, সেটা জানেন কি? এই তিনটে ম্যাজিকাল শব্দ একেবারে বদলে দেবে আপনার ম্যারম্যারে দাম্পত্যকে৷ বানিয়ে বানিয়ে আষাঢ়ে গল্প একেবারেই বলছি না৷ সম্প্রতি গবেষকদের এক হাতেকলমে পরীক্ষায় উঠে এসেছে এই তথ্য৷ তারা বলছেন, সপ্তাহে অন্তত ১০ বার আই লাভ ইউ বললে আর সঙ্গে ১০টি রগরগে চুমু খেলে হ্যাপি কাপল লাইফ এক্কেবারে পাক্কা! একটি ওয়েবসাইটের করা এই গবেষণায় দেখা গিয়েছে, আমেরিকার প্রায় ৯২ শতাংশ দম্পতি নিজেদের অত্যন্ত সুখী হিসেবে ব্যাখ্যা করেছেন৷ এদের মধ্যে ভালোবাসা প্রকাশের বেশ কয়েকটি মাধ্যম দেখা গিয়েছে৷ তারা প্রত্যেকেই মাসে অন্তত তিন বার ঘুরতে যান, একে অপরকে রোমান্টিক সারপ্রাইজ দেন৷ আর অবশ্যই একে অপরকে অনেকটা করে সময় দেন৷ গবেষণায় আরও দেখা গিয়েছে, সম্পর্ক টিকিয়ে রাখতে ঝগড়ার গুরুত্বও অপরিসীম৷ কিন্তু, তাই বলে সেটা জিইয়ে রাখলে চলবে না৷ ক্ষমাও যেমন চাইতে হবে, তেমনই ক্ষমা করেও দিতে হবে৷ সপ্তাহে তিনবার যৌন মিলনও দীর্ঘদিনের বিবাহিত জীবনকে নতুন মাত্রা দিতে পারে৷হাল ফ্যাশানে বিয়ে চাইলেই করা যায়৷ কিন্তু, কথা হচ্ছে এই বিয়ে টিকবে ক’দিন? বিয়ে টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি অপরের জন্য সময় বের করা৷ অনেক তো বউয়ের সঙ্গে ঝগড়া, রাগারাগি করলেন৷ এই বোরবারের বাজারে একবার জড়িয়ে ধরে ‘আই লাভ ইউ’ বলে একটা রগরগে চুমু খেয়েই দেখুন না৷ প্রেমের পারদ চড়তে বেশি সময় লাগবে না৷ এটা হলফ করে বলছেন গবেষকরা৷-ওয়েবসাইট

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone