ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম “কনভে” জনপ্রিয়তা পাচ্ছে
ক্লিয়ার কমিউনিকেশন ও এআই ভিত্তিক নয়েজ ক্যান্সেলেশন সুবিধা সম্বলিত ভার্চুয়াল কোলাবোরেশন প্ল্যাটফর্ম ‘কনভে’ দেশব্যাপি গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।কর্পোরেট , সরকারি সেক্টর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসংযোগ খাতে একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছে কনভে।কনভে একটি ভার্চুয়াল কোলাবরেশন প্ল্যাটফর্ম, যেখানে রয়েছে লো-ব্যান্ডউইথ-এ ভিডিও কনফারেন্সিং, বিভিন্ন কোলাবরেশন টুলস ও ভিজ্যুয়াল বোর্ডের সমন্বয়ে ব্যবহারকারীদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার সুবিধা। ক্লাউড ভিত্তিক এই ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মে রয়েছে এআই ভিত্তিক আর্কিটেকচার এবং বাইরের শব্দমুক্ত ভিডিও কনফারেন্সিং অভিজ্ঞতা নিশ্চিতে রয়েছে আরএনএন বেইজড নয়েজ সাপ্রেশন সিস্টেম। ‘কনভে’ এনেছে দেশীয় একটি প্রতিষ্ঠান। কনভে’র মার্কেটিং ও প্রোডাক্ট ইনোভেশনের প্রধান কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কনভেকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা আরও সহজে ও নিরবচ্ছিন্নভাবে দৈনন্দিন ভার্চুয়াল কাজগুলো সম্পাদন করতে পারেন। আমাদের লক্ষ্য কনভেকে বিশ্বব্যাপী করপোরেট সেক্টরে শীর্ষ ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা।’