যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অস্থিতিশীলতার চালক
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সাথে এক বৈঠকে বলেছেন, চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো প্রমাণ করে যে, দেশটি বিশ্বের অস্থিতিশীলতার সবচেয়ে বড় উৎস।
ওয়াং ইকে উদ্ধৃত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ন্যায্য প্রতিযোগিতার মুখোশ ফেলে দিচ্ছে যখন এটি অন্য দেশগুলোকে চীনের বিরুদ্ধে একতরফা সুরক্ষাবাদে জড়িত হতে বাধ্য করে। এসব পদক্ষেপ শুধুমাত্র ওয়াশিংটনের বিশ্বাসকে ক্ষুণœ করবে এবং বিশ্বকে প্রমাণ করবে যে, মার্কিন যুক্তরাষ্ট্র আজ অস্থিতিশীলতার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে’।
ওয়াং ই বৃহস্পতিবার থেকে আগামীকাল রোববার পর্যন্ত সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং কম্বোডিয়া সফর করছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বে উল্লেখ করেছে যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ওয়ান বেল্ট, ওয়ান রোড উদ্যোগের প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং কম্বোডিয়া গুরুত্বপূর্ণ অংশীদার যাদের সাথে চীন গতিশীলভাবে সহযোগিতার উন্নয়ন করছে।