বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘মাইক’ প্রেক্ষাগৃহে চলছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’।‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফএম শাহীন বলেন, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে।‘আমি মনে করি, শিল্পের অন্য যে কোনও মাধ্যম আমাদের চেতনার জগতকে ততটুকু নাড়া দিতে যথেষ্ট নয়, যতটুকু চলচ্চিত্র দিতে পারে।সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তানভীন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ। ৯ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মাইক’। তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।সিনেমাটি দেখা যাবে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স (ঢাকা),আজাদ (পুরান ঢাকা), ব্লকবাষ্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক (ঢাকা),দিয়াবাড়ি ফ্যান্টাসি আইল্যান্ড (ঢাকা), লায়ন সিনেমা হল (কেরানীগঞ্জ),সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রুটস সিনে ক্লাব (সিরাজগঞ্জ), গ্রান্ড সিলেট মুভি থিয়েটারে (সিলেট),আনন্দ সিনেপ্লেক্স (নাটোর), ।