ডিজিটাল হবে ১০ ব্যাংক
বেসরকারি খাতের ১০টি ব্যাংক মিলে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে লেনদেন আরও সহজ করতে। বেসরকারি খাতের এই ১০টি ব্যাংকের উদ্যোগে প্রস্তাবিত এ ব্যাংকের নাম দেওয়া হবে ডিজি টেন ব্যাংক পিএলসি। মতবিনিময় শেষে প্রতিষ্ঠানগুলো বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করবে আগামী কয়েক দিনের মধ্যে ব্যাংকগুলো। সিটি ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে বিষয়টি ইতোমধ্যে জানিয়েছে।
এই উদ্যোগে সব ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত বলে জানা গেছে। পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এমটিবি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে বিনিয়োগকারীদের জানিয়ে দেব। ডিএসইতে জানানো তথ্যে দ্য সিটি ব্যাংক জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ডিজি টেন ব্যাংক পিএলসিতে ১৩ কোটি ৮৮ লাখ টাকা তাদের পরিচালনা পর্ষদ।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ন্যূনতম ১২৫ কোটি টাকা। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে গত জুন মাসে সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক। সিটি ব্যাংক বিনিয়োগ করলে তা হবে ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ এই ব্যাংকে সিটি ব্যাংকের শেয়ার থাকবে ১১ দশমিক ১১ শতাংশ। ১ আগস্ট আবেদনের শেষ তারিখেও কোনো সাড়া না পাওয়ায় আগামী ১৭ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন সময়ই ১০ ব্যাংকের এই উদ্যোগের কথা জানা গেল।