আল নাসরকে শিরোপা এনে দিলেন রোনালদো
রোনালদোর জোড়া গোলে আরব লীগের ইতিহাসে এই প্রথম আল নাসরকে শিরোপা এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আরও একবার নিজের জাত চেনান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ।শুরু থেকে ম্যাচের শেষ পর্যন্ত তার পারফরমেন্স ছিল দেখার মতো তার অনবদ্য নৈপুণ্যে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে আল নাসর।এবারের আগে কখনো প্রতিযোগিতাটির ফাইনালেও উঠতে পারেনি প্রো লিগের ক্লাবটি।আল হিলালের বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো আল-নাসর। সাদিও মানে, সেকো ফোফানা ও মার্সলো ব্রোজোভিচের সব প্রয়াস রুখে দেন ৬ ফুট ২ ইঞ্চির গোলিকপার মোহাম্মদ আল-ওয়েস।১৫টি শট রুখে দিয়েছিল তার বিশ্বস্ত হাত। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। ৫১ মিনিটে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল আল হিলাল। ৭৪ মিনিটে রাইট ব্যাক সুলতান আল ঘানামের ক্রস থেকে দলকে সমতায় ফেরান রোনালদো।এরপর ম্যাচের ৭১তম মিনিটে আব্দুলেলাহ আল আমরি সরাসরি লাল কার্ড দেখলে মহাবিপাকে পড়ে তারা।নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ১-১ থাকায় লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ব্যবধান তৈরি করে দেন রোনালদো। ম্যাচের ৯৮তম মিনিটে করেন জয়সূচক গোলটি।