লোনে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কেপা
চেলসি থেকে ধারে কেপা আরিজাবালাগাকে নিয়েছে রিয়াল মাদ্রিদ।সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়।৩০ জুন ২০২৪ পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলার জন্য স্বাক্ষর করেছেন তিনি।’গত বৃহস্পতিবার দলের অনুশীলন সেশনে চোট পেয়ে ছিটকে যান কোর্তুয়া। এসিএল ক্ষতিগ্রস্ত হয় তারও। সবকিছু খুব ভালো মতো চললেও আগামী এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি এই মৌসুমে নাও পাওয়া যেতে পারে তাকে।এ কারণেই বাধ্য হয়েই কেপাকে দলে টানে রিয়াল। যদিও দলে ছিলেন ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রি লুনিন। এ মৌসুমেই ক্লাব ছাড়ার কথা ছিল তার। কোর্তুয়া চোটে পড়ায় প্রাথমিক সে পরিকল্পনা থেকেও সরে আসে তারা।কেপাকে দলের টানার আগে আলোচনায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এ মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাওয়া দাভিদ দে গিয়ার নাম। এছাড়া সেভিয়ার মরক্কান গোলরক্ষক ইয়াসিন বুনোও ছিল তদের পছন্দের তালিকায়। কিন্তু শেষ পর্যন্ত কেপাকেই বেছে নিল লস ব্লাঙ্কোসরা।