অফার পেলে বাংলাদেশে আসবেন বিদ্যা
বিনোদন ডেস্ক : বলিউডে বর্তমানে যে ক’জন শিল্পী শীর্ষে রয়েছেন তাদের একজন বিদ্যা বালান। গত ১১ই মার্চ তিনি গিয়েছিলেন বিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত নিউইয়র্ক সিটিতে। আমন্ত্রণ জানিয়েছিল আইফা অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। আগামী ২৩শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিল সমুদ্রপাড়ের নগরী ফ্লোরিডার টেম্পোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আইফা। এ উপলক্ষে আয়োজকরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যা বালান।
সংবাদ শেষে মুখোমুখি হয়েছিলেন সেখানকার একটি পত্রিকার। বাংলাদেশী বলতেই প্রতিবেদকের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, নমস্কার। কেমন আছেন? আমি বাংলা বলতে পারি। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার সকল ভক্তকে ভালবাসি। বাংলাদেশী ভক্তদেরও ভালবাসি। সবাইকে আমন্ত্রণ জানালেন আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার জন্য।
অফার পেলে বাংলাদেশে যাবেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই জানে আমি লোভী অভিনেত্রী। এ লোভ অন্য কোন লোভ নয়। অভিনয়ের লোভ। আমি যদি ভাল অফার পাই তাহলে অবশ্যই বাংলাদেশে যাবো এবং বাংলা ছবিতে অভিনয় করবো। তিনি আরও বলেন, আমি এখনও বাংলাদেশে যাইনি। তবে অফার পাওয়ার পর আমাকে দেখতে হবে ছবির চিত্রনাট্য, কাহিনী এবং সংলাপ। সব কিছু পছন্দ হলে অবশ্যই বাংলাদেশে যাবো।