মেসির হাত ধরে প্রথম শিরোপা জিতলো ইন্টার মায়ামি
টাইব্রেকারে ন্যাশভিলকে হারিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লিগস কাপের শিরোপা জিতলো লিওনেল মেসির ইন্টার মায়ামি।মেসির একমাত্র গোলেই নাসভিলের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর ২২ পেনাল্টির রোমাঞ্চকর শুট-আউটে শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে শিরোপা জেতে মেসির ইন্টার মায়ামি। এটিই যুক্তরাষ্ট্রে মেসি ও তার দলের প্রথম শিরোপা।যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসি ম্যাজিক যেন থামছেই না। প্রত্যেক ম্যাচেই চোখ জুড়ানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। যুক্তরাষ্টের মাটিতে নেমেই একের পর এক ম্যাচ রাঙিয়েছেন তিনি। প্রতি ম্যাচেই পেয়েছেন গোলের দেখা।
ন্যাশভিলের হোম গ্রাউন্ড জিওডিস পার্কে মুখোমুখি হয় দুই দল। মেসির গোলে প্রথমার্ধেই লিড নেয় ইন্টার মায়ামি। ২৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির দূরপাল্লার অনবদ্য গোলে লিড পায় মায়ামি। ১-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধে সমতা আনে ন্যাশভিল। মেসি আর মায়ামি ভক্তদের হতাশায় ডুবিয়ে ৫৭ মিনিটে কর্নার থেকে গোল করেন ফাফা পিকোল্ট। ৭১ মিনিটে আবারও ন্যাশভিলের ডেরায় কাঁপন ধরিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ডিফেন্ডারদের পর গোলরক্ষককেও মেসির শট পরাস্ত করেছে। কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে বল। গোলবঞ্চিত হবার হতাশা তখন মায়ামি শিবিরে।ম্যাচ চলে যায় টাইব্রেকারে।টাইব্রেকারের প্রথম শটটি নিতে আসেন মেসিই। ঠান্ডা মাথায় গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এরপর দুই দলই একটি করে শট মিস করে। ৫ শটের পর সমতা থাকে ৪-৪ এ। এরপর ম্যারাথন পেনাল্টি শুটআউটে জয় পায় মায়ামি।