ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ড্রোন উন্মোচন করল ইরান
ইসরায়েলের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এমন একটি অত্যাধুনিক ড্রোন উন্মোচন করেছে ইরান। ড্রোনটির নাম ‘মোহাজের-১০’। প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে মঙ্গলবার ড্রোনটি উন্মোচন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। ড্রোনটি ৭ হাজার মিটার উচ্চতায় ২৪ ঘণ্টা উড়তে সক্ষম। এই ড্রোনের সর্বনিম্ন রেঞ্জ ২ হাজার কিলোমিটার। খবর-আলজাজিরা
৪৫০ লিটার জ্বালানি ক্ষমতাসম্পন্ন এই ড্রোন ৩০০ কেজি ওজন বহন করতে পারে। ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা সরঞ্জামাদি বহনে সক্ষম এই ড্রোনের গতি ঘণ্টায় ২১০ কিলোমিটার। এছাড়া সব ধরনের গোলাবারুদ, বোমা, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি বহন করারও ক্ষমতা রাখে মোহাজের-১০।
১৯৮২ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় এই ড্রোনের প্রথম সংস্করণ তৈরি করেছিল ইরান। সর্বশেষ সংস্করণ মোহাজের-১০ প্রায় সাত হাজার মিটার ওপর দিয়ে বিরতিহীনভাবে দুই হাজার কিলোমিটার চলতে পারে। ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম মোহাজের-১০।
দিবসটি উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দেশটির সামরিক বাহিনীর ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সিনিয়র কমান্ডাররা উপস্থিত ছিলেন।
রাইসি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইরানের সামরিক অগ্রগতি তেহরানকে এই অঞ্চলে এবং সারা বিশ্বে যেভাবে দেখা হয় তা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে।