পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না: আইজিপি
পুলিশ কোনো রাজনৈতিক বক্তব্য দেয় না বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য আছেন, তাদের কারও রাজনৈতিক বক্তব্য আমার নজরে আসেনি। আমি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন আইজিপি।
তিনি বলেন, আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে, সেটি মোকাবিলা করতে হবে; সেটা আমার আইনি দায়িত্ব। আমার প্রশিক্ষণ রয়েছে, প্রশিক্ষণে আইন সম্পর্কে পড়ানো হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, যে যে দায়িত্ব পালন দরকার, আইনানুগভাবে পেশাদারিত্বের সঙ্গে আমরা পালন করে আসছি।
প্রবাসী যুবকের ফেসবুক পোস্টের কারণে খুলনায় তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছে– সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ অভিযোগ সম্পর্কেও জানতে চান সাংবাদিকরা। পুলিশপ্রধান বলেন, খুলনায় জামায়াতের একজন নায়েবে আমিরের বাসায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র চলছিল। সেখানে গোপন বৈঠকে অনেকে জড়ো হয়েছিল। এমন তথ্যে আমরা সেখানে অভিযান চালাই। আমাদের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। আমাদের জানা ছিল না, তারা কে বা কারা। ওই নারীকে গ্রেপ্তারের পর আমরা জানতে পারি, তাঁর প্রবাসী ছেলে ফেসবুকে পোস্ট দিয়েছিল। তাই ওই নারীকে গ্রেপ্তারের সঙ্গে তাঁর ছেলের দেওয়া স্ট্যাটাসের সম্পর্ক নেই।
এর আগে পুলিশপ্রধান গত ১৯ আগস্ট বিএনপি নেতাকর্মীর ছোড়া ঢিলের আঘাতে চোখে গুরুতর আঘাত পাওয়া হবিগঞ্জ থানার ওসির চিকিৎসার খোঁজ নেন।
অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক, ডিআইজি (অপারেশনস) আনোয়ার হোসেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার, ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।