‘জঘন্য’ নেইমারকে কেনায় আল হিলালকে ধন্যবাদ!
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের কঠোর সমালোচনা করেছেন বায়ার্ন মিউনিখ কিংবদন্তি পাউল ব্রিটনার। নেইমারকে জঘন্য, অভিনয়কারী ও ডাইভ দেওয়া ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন তিনি।
নেইমারের মতো ফুটবলারকে কেনায় আল হিলালকে খোঁচা দিয়ে ধন্যবাদ দিয়েছেন রিয়ালের হয়ে ১০০ ম্যাচে ১০ গোল ও বায়ার্নের হয়ে ১৮২ ম্যাচে ৮২ গোল করা ৭১ বছর বয়সী সাবেক মিডফিল্ডার।
তিনি বলেছেন, ‘নেইমারকে কেনায় ধন্যবাদ প্রিয় সৌদি, যে সাম্প্রতিক সময়ে এই গ্রহের সবচেয়ে জঘন্য ফুটবলার। সর্বকালের সেরা একজন খেলোয়াড় যে শুধু অভিনয় করতে পারে, ডাইভ দিতে পারে। যে খুব মজার এক চরিত্র।’
ইউরোপের ফুটবল থেকে নেইমারকে নিয়ে যাওয়ায় সৌদিকে ধন্যবাদ দিয়েছেন ওয়েস্ট জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ব্রিটনার, ‘আমাকে বলতেই হবে, অনেক অনেক ধন্যবাদ (আল হিলাল)। আমাদের তার জন্য আর দাঁড়াতে হবে না।’
নেইমারকে পিএসজি থেকে আল হিলাল ৯০ মিলিয়ন ডলার দিয়ে দুই বছরের জন্য কিনেছে। এই দুই বছরে তাকে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বেতন দিতে চেয়েছে ক্লাবটি। এছাড়া এড অন্স ও বাণিজ্যিক চুক্তি থেক আরও ১০০ মিলিয়ন ইউরো পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।