ক্রিকেটে আবার উড়বে বিমান
জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ থেকে শুরু করে বর্তমান নির্বাচক হাবিবুল বাশার– কে খেলেননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্রিকেট দলে। ২০০০ সালের জাতীয় লিগ, ঢাকা প্রিমিয়ার লিগে বিমানের বলাকা উড়েছে। ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে বিমান কোন ফাঁকে যে ক্রিকেট থেকে হারিয়ে গেছে, কেউ খেয়াল করেনি।
হাসানুজ্জামান ঝরুরা তাই ক্রিকেট মাঠে থাকেন না, তারা হয়ে গেছেন পুরোদস্তুর ক্যাবিন ক্রু। পুরোনো সেই বিমানকে ক্রিকেটে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও হাবিবুল বাশার গতকাল বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রিকেটে দল গড়ার আহ্বান জানান। জাতীয় দলের সাবেক দুই অধিনায়কের আহ্বানে সাড়া দিয়ে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
হাবিবুল বাশার জানান, ২০২৩-২৪ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে দল বানাবে বিমান। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে নতুন মিশন শুরু করবে তারা। বাশার বলেন, ‘বিসিএলে তিনটি ফ্ল্যাঞ্চাইজি ছিল। গত মৌসুমে একটি ফ্র্যাঞ্চাইজি সরে গেলে দুটি দলের দায়িত্ব নিতে হয় বিসিবিকে। এবার বিমান যোগ হলে ভালো হবে। প্রথম শ্রেণির লিগ দিয়ে যুক্ত হচ্ছে। এর পর ধাপে ধাপে ঢাকা লিগে ফিরতে চায় সংস্থাটি।’
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মোহামেডান, আবাহনীর সঙ্গে ক্রিকেটে উচ্চারিত হতো বিমানের নাম। ভালো দল গড়ে শিরোপার জন্য লড়াই করত অফিস দলটি। লোকসান কমাতে গিয়ে বিমানের কর্মকর্তারা প্রথম কোপ দেন ক্রিকেট দলের ওপর। আশা করা যায়, নতুন উদ্যমে ফিরে দেশের ক্রিকেটাকাশা আবার ডানা মেলবে বিমানের বলাকা।