বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন ক্যালিফোর্নিয়ায়

বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন ক্যালিফোর্নিয়ায় 

1692852775743

বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। এ হামলায় ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সিবিএস-এর রিপোর্টে বলা হয়েছে, ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে আইন প্রয়োগকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে।

টুইটারে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছে, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone