২০ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
কাজী আমিনুল হাসান, ঢাকা : তিন দফা উপজেলা নির্বাচনে অনিয়ম, সহিংসতা, খুন, কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের প্রতিবাদে আগামী ২০ মার্চ বৃহস্পতিবার সারাদেশে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের সংখ্যা বৃদ্ধি করার জন্য সহিংসতার মাত্রা বৃদ্ধি করেছে অবৈধ ক্ষমতাসীন সরকার।
শত সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনের নীরব ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, উপজেলা নির্বাচনের অপকর্ম জায়েজ করতে তারা অবৈধ ক্ষমতাসীনদের মুখপাত্র হিসেবে কাজ করছে। দেশবিরোধী গোপন চুক্তি ঢাকতে দেশব্যাপী বিরোধী দলের ওপর হত্যা নির্যাতন চালাচ্ছে সরকার। তাই গত ২৪ ঘণ্টায় ১৩টি লাশ পাওয়া গেছে।
সরকার পুলিশ প্রশাসন, বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ করেছে যে তারা সরকারি সন্ত্রাসীদের অবাধ স্বাধীনতা দিয়ে দেশকে ভয়ঙ্কর খুন-জখমের লীলাভূমিতে পরিণত করেছে বলেও অভিযোগ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।