বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, October 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বাংলাদেশ » তিস্তার পানি বিপৎসীমার ওপরে

তিস্তার পানি বিপৎসীমার ওপরে 

906cd5db31c6dc87bbc40e754b38825e1c10ff18b371d2d5

তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমা অতিক্রম করেছে। দফায় দফায় বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধায় সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তার চরাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চলসহ লোকালয়ে পানি প্রবেশ করেছে। বেশ কিছু এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। এতে এসব এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়েছে পড়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুর ১২টায় তিস্তার পানি সুন্দরগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকালের চেয়ে আজ সুন্দরগঞ্জ পয়েন্টে তিস্তার পানির উচ্চতা ১১ সেন্টিমিটার কমেছে।

পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলে আবারও পানি ঢুকতে শুরু করেছে। বেশ কিছু এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে ২৪ সেন্টিমিটার, ঘাঘট নদের পানি জেলা শহরে নতুন ব্রিজ পয়েন্টে ৩০ সেন্টিমিটার, করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে ৫৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

(পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক মুঠোফোনে এই দেশে এই সময়কে বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়েছে। আজ দুপুর ১২টায় ব্রহ্মপুত্রের নদের পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার, ঘাঘট নদের পানি ৮২ সেন্টিমিটার ও করতোয়ার বিপৎসীমার ৩০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করলেও পানি কমতে শুরু করেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone