আর্জেন্টিনায় খেলতে জামালকে বাফুফের ছাড়পত্র
দাম কমিয়ে শেখ রাসেলের সঙ্গে চুক্তি করে ছুটিতে যান জামাল ভূইয়া। পরে রাসেলের চুক্তি অস্বীকার করে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োতে দেড় মৌসুমের জন্য যোগ দেন। আলোচনা–সমালোচনা অনেক হয়েছে। কিন্তু আর্জেন্টিনা ক্লাবে খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ছাড়পত্রের প্রয়োজন ছিল জামালের। তা দিতে হলে বাফুফেকে কথা বলতে হবে শেখ রাসেলের সঙ্গে।
ডেনমার্ক প্রবাসী এ ফুটবলারের পারফরম্যান্স এবং নিজেদের ইতিহাস আর ঐতিহ্যের কথা চিন্তা করে শেখ রাসেল অন্য কোনো কিছু করার চিন্তা থেকে সরে আসে। তাদের সঙ্গে আলোচনা করেই গতকাল জামাল ভূইয়াকে আর্জেন্টিনা ক্লাবে খেলার ছাড়পত্র দিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আজ সোল দা মায়োর জার্সিতে প্রথম ম্যাচ খেলার কথা ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারের। ক্লাবটিতে জামালের প্রথম ম্যাচ হওয়ায় আর্জেন্টিনায় প্রবাসী বাংলাদেশিদের গ্যালারিতে প্রবেশাধিকার ফ্রী করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।
জামালই দেশের একমাত্র ফুটবলার যিনি আর্জেন্টিনার কোনো ক্লাবের খেলতে যাচ্ছেন। ডেনমার্কে জন্ম নেওয়া জামাল নাড়ির টানে বেছে নেন লাল সবুজের প্রতিনিধিত্ব করতে এসেছিলেন। একসময় ডেনিস লিগেও খেলেছেন তিনি। এরপর বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ঘুরে জামাল গত বছর যোগ দেন শেখ রাসেলে। এর মাঝে তিনি ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানেও খেলেন।