আয়ের রেকর্ড গড়েছে ‘গদর টু’
মুক্তির পর বক্স অফিসে একের পর এক নজির গড়ছে সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর টু’।মুক্তির তৃতীয় সপ্তাহেও রেকর্ড ভেঙে বেড়ে চলেছে ‘গদর ২’ সিনেমার আয়। যার মধ্য দিয়েই এবার ‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে সানি দেওলের এই সিনেমা। বিশেষজ্ঞদের ধারণা হিন্দি সিনেমার ইতিহাসের তিন নম্বর সিনেমা হিসাবে রোববার ৪৫০ কোটির গণ্ডি পার করবে ‘গদর টু’।এ তালিকায় প্রথম অবস্থানে আছে শাহরুখ খানের ‘পাঠান’ (৫৪৩ কোটি) ও দ্বিতীয় অবস্থানে দক্ষিণী সিনেমা ‘বাহুবলী ২’ (৫১০ কোটি)।উল্লেখ্য, ২০০১ সালের ‘গদর’ সিনেমার সিক্যুয়েল ‘গদর ২’। এটি পরিচালনা করেছেন অনিল শর্মা। এতে সানি দেওলের সঙ্গে আছেন আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর প্রমুখ।