মামুনুর রশীদ কিরন এমপি- সুশিক্ষিত শিক্ষার্থীরাই আধুনিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণ করবে
আজকের সুশিক্ষিত শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণ করবে। নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য ও গ্লোব গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ মামুনুর রশিদ কিরন বলেন। নোয়াখালী বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের ইসলামপুর দাখিল মাদ্রাসার নব নির্মিত বহুতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ কাজী মাওলানা এম এ বাকীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আকতারুজ্জামান আনসারি, বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ নোমান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাসেম ভুঁইয়া,
মামুনুর রশীদ কিরন আরও বলেন, সরকার শিক্ষাকে আধুনিকায়ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশের প্রতিটি শিশু ও কিশোর যেন শিক্ষা গ্রহণ থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে সকলকে সুদৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ মাওলানা এম এ বাকী বলেন, মফস্বল এলাকায় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি হাটি হাটি পা পা করে আজকের এ অবস্থানে এসে পৌছেচে। মাদ্রাসাটিকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ মামুনুর রশিদ কিরন সহ সকলের নিকট আন্তরিক সহযোগীতা চেয়েছেন তিনি। মাদ্রাসার পড়ালেখার মানোন্নয়নে সকল শিক্ষক আন্তরিক ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
Posted in: জাতীয়