বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » চ্যাম্পিয়ন্স লিগের সহজ গ্রুপে বার্সা,রিয়াল,ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগের সহজ গ্রুপে বার্সা,রিয়াল,ম্যানসিটি 

3578

ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়। সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। তবে পরীক্ষা দিতে হবে পিএসজিকে। গ্রুপ ‘এফ’এ ফরাসি জায়ান্ট পিএসজি মোকাবেলা করতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেডকে। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হবে গ্রুপপর্বের লড়াই। শেষ হবে ডিসেম্বরের ১৩ তারিখে।

24578

 

গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ

গ্রুপ এ : ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ,গালাতাসারাই ও কোপেনহেগেন

গ্রুপ বি : আর্সেনাল,সেভিয়া,পিএসভি ও লঁস

গ্রুপ সি : রিয়াল মাদ্রিদ,নাপোলি, ইউনিয়ন বার্লিন ও ব্রাগা 

গ্রুপ ডি : ইন্টার মিলান,বেনফিকা,রিয়াল সোসিয়েদাদ ও সালসবুর্ক 

গ্রুপ ই : ফেইনুর্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ,সেল্টিক ও লাৎসিও

গ্রুপ এফ : পিএসজি,নিউক্যাসল ইউনাইটেড,বরুশিয়া ডর্টমুন্ড ও এসি মিলান  

গ্রুপ জি : ম্যানসিটি,রেড স্টার বেলগ্রেড,ইয়াং বয়েজ ও লাইপজিগ

গ্রুপ এইচ : বার্সেলোনা, পোর্তো,এন্টওয়ার্প ও শাখতার দোনেৎস্ক

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone