সহজ জয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।ডারবানে প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৩১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।অধিনায়ক হয়ে দারুণ করছেন মিচেল মার্শ। ৮টি চার ও ৬টি ছক্কায় ৩৯ বলে ৭৯ রান করেন তিনি।এছাড়া ওপেনার ম্যাথিউ শর্ট ৩০ বলে ৬৬ রান করেন।প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পন করেছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দলের কাছে ব্যাটিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই পাত্তা পায়নি অ্যাডইন মার্করামের দল। ফলাফল ১১১ রানের বিশাল ব্যবধানে হার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৪/৮ (মার্করাম ৪৯, বাভুমা ৩৫, স্টাবস ২৭; অ্যাবোট ৩/২২, এলিস ৩/২৫, বেহরেনডর্ফ ২/২৫)।
অস্ট্রেলিয়া: ১৪.৫ ওভারে ১৬৫/২ (মার্শ ৭৬*, শর্ট ৬৬; উইলিয়ামস ১/১৭)।
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।