বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বাহরাইনে দূতাবাস উদ্বোধন করবেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

বাহরাইনে দূতাবাস উদ্বোধন করবেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী 

WELEN-samakal-64f59f90c9646

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন আজ সোমবার বাহরাইনে ইসরায়েলের নতুন দূতাবাস উদ্বোধন করবেন। এ জন্য গতকাল বাহরাইন সফর শুরু করেছেন।

কোহেনকে বাহরাইনের বিমানবন্দরে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানি। বাহরাইন-ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকীর প্রেক্ষাপটে কোহেনের সফরটি হচ্ছে। খবর আরব নিউজের।

প্রতিবেদন বলা হয়, কোহেন আজ বাহরাইনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া আজ বাহরাইনে ইসরায়েলের নতুন দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম চুক্তির আওতায় চারটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এই চার দেশের মধ্যে প্রথম কোনো দেশ সফর করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone