বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মিয়ানমারে পুলিশ কার্যালয়ে বোমা হামলায় নিহত ৫

মিয়ানমারে পুলিশ কার্যালয়ে বোমা হামলায় নিহত ৫ 

Untitled-1-samakal-64f5c59104d43

মিয়ানমারের কাইন রাজ্যের থাইল্যান্ড সীমান্তবর্তী মায়াওয়াদি শহরের পুলিশ কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। পৃথক দুটি বোমা হামলায় পাঁচজন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছন। এছাড়া আহত হয়েছে ১১ জন।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুস্থানের পর থেকে ওই শহরটিতে টালমাটাল অবস্থা চলছিল। সেখানে প্রায় সেনাবাহিনী ও জান্তা সরকারবিরোধীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে জেলা পুলিশ কার্যালয় ও প্রশাসনিক ভবনে দুটি বোমা ছোড়া হয়। বিস্ফোরণের পর কর্মকর্তারা সেখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদারের সঙ্গে সঙ্গে আরও দুটি বোমা ফেলা হয়। নিহতদের মধ্যে একজন সেনা, দুজন পুলিশ এবং দুজন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। আহতরা সবাই পুলিশ কর্মকর্তা যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ হামলার সত্যতা স্বাীকার করো হয়েছে। তবে কতজন হতাহত সে বাপারে কিছু বলা হয়নি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone