হাসপাতালে ভর্তি মুফতি ফয়জুল করীম
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। আজ সোমবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফয়জুল করীমের চিকিৎসাধীন চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক আহমেদ আবদুল কাইয়্যুম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।
গতকাল রোববার খুলনায় ছিল দলের পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি, আহমেদ আবদুল কাইয়্যুম বলেন। সেখানে ফয়জুল করীম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। খুলনায় তিনি চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফয়জুল করীম ও তার পরিবারের সদস্যরা বলেও জানান দলের প্রচার সম্পাদক।