বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দেশের মাথা নিচু করার চেষ্টা করছে দেশি বিদেশি শক্তি: শামীম ওসমান

দেশের মাথা নিচু করার চেষ্টা করছে দেশি বিদেশি শক্তি: শামীম ওসমান 

--ফাইল ছবি--

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‌ আল্লাহ কখনও এলাউ করে না ‘যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করো।  আপনারা ভালো থাকবেন।  উৎসব আমাদের সবার। শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি থাকলে  বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক। দেশি বিদেশি শক্তি দেশের মাথা নিচু করার চেষ্টা করছে। আমার বিশ্বাস শেখ হাসিনা থাকলে এটা কেউ করতে পারবে না।’

বুধবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় জন্মাষ্টমীর র‍্যালি অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সবাই বাঙালি, আমাদের এটাই সবচেয়ে বড় পরিচয়। কোথায় কী হবে আমি জানি না। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িকতায় বিষবাষ্প ছড়ায়নি ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের কোথায় কী হবে জানি না। বাংলাদেশের কোথাও এটা নেই আমাদের এখানে মুসলমানদের কবরস্থান তারপর শ্মশান তারপর খ্রিষ্টানদের কবরস্থান। এটাই নারায়ণগঞ্জ আমরা একসাথে আছি এবং থাকবো।

তিনি বলেন, এ দেশে যতটুকু অধিকার জাতির পিতার কন্যার, ততটুকুই আমার ও আপনার আছে। আমাদের সবার এ দেশ। অশুভ শক্তি সবসময় থাকবে। সব ধর্মেই ছিল। সকল অশুভ শক্তিকে মোকাবিলা করার জন্য ও বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য যে স্বপ্ন জাতির পিতা ও তার কন্যা দেখেছেন সেটা বাস্তবায়ন করাই আমাদের কাজ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone