বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, December 21, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » সেন্সরে জমা পড়লো শাহরুখ খানের ‘জওয়ান’

সেন্সরে জমা পড়লো শাহরুখ খানের ‘জওয়ান’ 

475

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা নিয়ে প্রথম থেকেই দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিনেমাটির মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, উন্মাদনা ততই মাত্রা ছড়াচ্ছে। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে অগ্রিম টিকিট বিক্রির ধুম পড়েছে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশেও একইদিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি।সিনেমাটির আমদানি করা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্বজুড়ে মুক্তির দিনই ‘জাওয়ান’ দেখা যাবে বাংলাদেশে। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে।অনন্য মামুন বলেন, “আশা করছি দ্রুতই ‘জাওয়ান’ সেন্সর ছাড়পত্র পাবে। আমরা সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিন বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত।” অ্যাটলি কুমার পরিচালনা করেছেন জওয়ান। জওয়ানের ট্রেলারে তিনটি চরিত্রে শাহরুখকে দেখা গেছে ভিন্ন ভিন্ন অবতারে। এছাড়া নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি ও দীপিকা পাড়ুকোনের উপস্থিতি ছিল ট্রেলারে। প্রথমবারের মতো বিজয় সেতুপতির লুক দেখা গেল। তাকেও কয়েকটি ভিন্ন অবতারে দেখা গেছে। জওয়ানের সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। প্রকাশিত তিনটি গান নিয়ে দর্শক মহলে জোর আলোচনা চলছে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone