ভাঙ্গার উদ্দেশে ছুটল ট্রেন, কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে
ট্রেন চলাচল শুরু হয়েছে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে।
এ ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রী হয়েছেন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেবে ট্রেনটি ।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ট্রায়াল রানের পর আগামী মাসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ সালের জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণের জন্য ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ে আলাদা প্রকল্প নেয় রেলওয়ে। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট। জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পে অর্থায়ন করছে চীন। প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
পদ্মা রেলসংযোগ উদ্বোধন করলে ঢাকা থেকে ভাঙ্গা রেললাইন চালু হবে বলে জানা গেছে। এজন্য প্রথমে ঢাকা, মাওয়া, পদ্মা, শিবচর এবং ভাঙ্গা রেলস্টেশন খুলে দেওয়া হতে পারে। দুটি ট্রেন চালানোর কথা রয়েছে- উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে শুরুতে। ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এক মাস পরে এবং খুলে দেওয়া হবে আরও কিছু স্টেশন।
স্টেশনের কাজ এবং সিগন্যালিংয়ের কাজ সবগুলো শেষ হবেু তিন মাসের মধ্যেই। এটি পুরোপুরি চালু হলে পদ্মা সেতু হয়ে নতুন চারটি জেলা মুন্সীগঞ্জ, মাদারীপুরা, শরীয়তপুর ও নড়াইল জেলার যশোরের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি বিদ্যমান ভাঙ্গা-পাচুরিয়া রাজবাড়ী সেকশনটি পদ্মা সেতু হয়ে রাজধানীর সঙ্গেও সরাসরি যুক্ত হবে।