আজ আদালতে যাবেন খালেদা জিয়া
এইদেশ এইসময়, ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ আদালতে হাজিরা দিতে পারেন।
বুধবার আদালত চলাকালে যে কোনো সময় হাজিরা দিতে আসবেন তিনি।
মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে পারেন।
এর আগে এ দুই মামলায় বেশ কয়েক দফা আদালতে হাজির হতে সময়ের আবেদন করেন বেগম খালেদা জিয়া।
Posted in: জাতীয়