পাকিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও খুব একটা স্বস্তিতে এগুতে পারছিল না। ৩৫ রানের মাথায় ২০ রান করা ফখর জামানকে ফেরান শরীফুল। এরপর বাংলাদেশের সঙ্গী হয় দুর্ভাগ্য। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের বলে অল্পের জন্য আউটসাইড লেগ হওয়ায় দুটি এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়, শেষ হয়ে যায় রিভিউও। দুবারই বাঁচেন ইমাম উল হক। এরপর মেহেদী হাসান মিরাজের বলে তাকে আউট দেন আম্পায়ার। কিন্তু এবার রিভিউ নিয়ে বেঁচে যান ইমাম। ইমাম উল হকের সাথে অধিনায়ক বাবর আজম পারেননি বেশিদূর এগুতে। ৩৯ রান যোগ করেন দুজন। ২২ বলে ১৭ রান করা বাবরকে বোল্ড করেন তাসকিন।কিন্তু ইমাম–উল–হকের উইকেট যতক্ষণে যায়, ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে বাংলাদেশের। ৩৩তম ওভারের পঞ্চম বলে গিয়ে আউট হন ইমাম। তখন পাকিস্তানের রান ১৫৯। ৮৪ বলে ৭৮ রান করা ইমামকে বোল্ড করেন মিরাজ। দলকে বাকি পথ টেনে নেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। ৭৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের হারিস রউফ। বাংলাদেশের পরের খেলা শ্রীলংকার সাথে আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।