বিএনপির চার নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে চার নেতা বহিষ্কার করা হয়েছে। সিলেট বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মা ম্যা চিংকে সাময়িক বরখাস্ত ও ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে দলের সকল পদ থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
মঙ্গলবার রাতে দলের যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দল থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন, পাবনা জেলার ইশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া পিন্টু, খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌর শাখার ১নং যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারুল নাহার বেগম।
এছাড়া সিলেট জেলার সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।