বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 30, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা 

5478

৩৬ বছর বয়সেও লিওনেল মেসি যে কতটা দুর্বার, তা আরও একবার প্রমাণ করলেন । ট্রেডমার্ক ফ্রি কিকে আরও একবার মন মাতালেন তিনি সমর্থকদের।ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মিশন শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে দলের একমাত্র গোলটি করেন মেসি।বুয়েনস আইরেসে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। যদিও প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ইকুয়েডরের থেকে বেশ এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোলমুখ খুলতে পারেননি মেসিরা।দ্বিতীয়ার্ধে বিশ্ব চ্যাম্পিয়নদের খেলার ঝাঁজ বাড়ে। ইকুয়েডরের মিডফিল্ডার কাইদাসো ৭৭ মিনিটে নিজেদের বক্সের সামনে লাওতারো মার্টিনেজকে ফাউল করে বসেন। ফলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা।প্রায় ২০ গজ দূর থেকে ফ্রি কিকটি নেন মেসি। তার বাঁকানো শট শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে ইকুয়েডর গোলকিপার এরনান গ্যালিন্দেজকে।আর্জেন্টিনার অধিনায়ক স্কোরলাইন ১-০ করার পর অবশ্য ম্যাচে আর কোনো গোল হয়নি। ৮৯ মিনিটে লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। শেষ পর্যন্ত ১-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone